September 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 27th, 2023, 8:09 pm

যেসব রেকর্ড গড়ার পথে ‘পাঠান’

অনলাইন ডেস্ক :

বিশ্ব বক্স অফিসে রেকর্ডের ঝড় তুলে ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। মুক্তির দুই দিনেই ‘পাঠান’ সংগ্রহ করেছে ২২০ কোটি রুপি। ২৫ জানুয়ারি থেকে সিনে দুনিয়ায় আর কোন আলোচনা নেই কিং খান ছাড়া। টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে দাবি করছে, মুক্তির দিন ১০৬ কোটি রুপি আয়ের পর, দ্বিতীয় দিন ‘পাঠান’ বিশ্ব বক্স অফিসে সংগ্রহ করেছে করেছে ১১৩ কোটি রুপি। দ্বিতীয় দিনে প্রজাতন্ত্র দিবসের ছুটিতে শুধু ভারতে সিনেমাটি সংগ্রহ করেছে ৭১ কোটি রুপি। যা ভারতের হিন্দি সিনেমার একদিনে সবচেয়ে বড় সংগ্রহ। ভারতীয় বক্স অফিসে সিনেমাটির দুই দিনে সংগ্রহ ১২৮ কোটি রুপি (নেট)। আর আন্তর্জাতিক বাজারে ‘পাঠান’ দুই দিনের সংগ্রহ করেছে ৬৫.২৫ কোটি রুপি, যা হিন্দি সিনেমার জন্য সর্বকালের সেরা। বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল পিঙ্কভিলার প্রতিবেদন; চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছে, ‘পাঠান’ দীর্ঘ মেয়াদে ৪৫০ কোটি রুপি সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে যা বলিউডের সর্বকালের সেরা উপার্জনকারী সিনেমা হিসাবে আবির্ভূত হবে। উদ্বোধনী সপ্তাহে ৩০০ কোটি রুপি আয়ের সম্ভবনাও রয়েছে সিনেমাটির। আর মাত্র পাঁচ দিনের মধ্যেই শাহরুখ খানের সবচেয়ে বেশি আয় করা সিনেমা হবে ‘পাঠান’। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনের ‘পাঠান’ সিনেমার চূড়ান্ত হিসাব প্রকাশ করেনি সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। আর প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে, তাঁর পারিশ্রমিক ২০ কোটি রুপি। সিনেমাটিতে সালমান খান থাকছেন অতিথি চরিত্রে, তবে ভাই শাহরুখের জন্য এই সিনেমায় কোন পারিশ্রমিকই নেননি বলিউড ভাইজান। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনার জন্য সিদ্ধার্থ আনন্দ নিয়েছেন ছয় কোটি রুপি। ২০২৩ সালের ২৫ জানুয়ারি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায়। সবশেষ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর।