October 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 31st, 2022, 7:36 pm

যে কারণে আইপিএল খেলতে রাজি হননি স্টার্ক

অনলাইন ডেস্ক :

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন পেসার মিচেল স্টার্ক। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও তার ঝুলিতে গেছে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নিজেকে বিশ্বসেরা বোলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে আইপিএলের প্রতি কিছুটা অনীহা রয়েছে এই পেসারের। আইপিএলকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট হিসেবে। যেখানে বিশ্বের প্রায় সব তারকা ক্রিকেটারই খেলতে মুখিয়ে থাকেন। কিন্তু আইপিএলের আসন্ন আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন মিচেল স্টার্ক। তার কাছে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে পারাটাই বেশি গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি আরও একটি কারণ রয়েছে। মিচেল স্টার্ক বলেন, ‘আমি আইপিএলের নিলামে প্রবেশ করা থেকে অল্প দূরত্বে ছিলাম। কিন্তু ব্যক্তিগতভাবে বায়োবাবলে আরও ২২ সপ্তাহ কাটাতে চাইনি।’ করোনা আসার পর থেকে ক্রিকেটারদের জন্য বায়োবাবল বা জৈব সুরক্ষা বলয়ে থাকা বাধ্যতামূলক। যা পেশাদার খেলোয়াড়দের জন্য মেনে চলা কঠিন। কারণ, সারা বছরই একের পর এক সিরিজ বা টুর্নামেন্ট থাকে। এর বাইরে পরিবারকেও সময় দিতে হয়। সবমিলিয়ে মানসিকভাবে অনেক প্রভাব ফেলে। তবে ভবিষ্যতে আইপিএলে ফেরার সম্ভাবনাকেও উড়িয়ে দেননি অজি পেসার। তিনি বলেন, ‘এমন একটি সময় আসবে যখন আমি আইপিএলে ফিরে যেতে চাইবো। তবে অস্ট্রেলিয়ার হয়ে যতটা পারি খেলতে চাই। এটি এমন একটি সিদ্ধান্ত, যা আমি অনেকদিন ধরেই ভাবছি।’