October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 31st, 2023, 8:09 pm

যে কারণে কাঁদলেন দীপিকা

অনলাইন ডেস্ক :

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত পাঠান মুক্তি পেয়েছে গত বুধবার। এরপর থেকে বক্স অফিস কাঁপাচ্ছে সিনেমাটি। ছবির এই সাফল্যের পর সোমবার প্রথমবার সাংবাদ সম্মেলনে হাজির পরিচালক সিদ্ধার্থ আনন্দসহ শাহরুখ, দীপিকা ও জন। এই ছবির প্রচারে একবারের জন্যেও সাংবাদিকদের মুখোমুখি হয়নি টিম ‘পাঠান’। এদিন সংবাদ সম্মেলনে দীপিকার চোখে জল দেখে তার কারণ জানতে সাংবাদিকরা। এ সময় দীপিকা বলেন, ‘এটা খুশির অশ্রু। অসাধারণ অনুভূতি। সবাই আমাদের ভালোবাসা দিচ্ছে। এতদিন পর একটা ছবি মুক্তি পেল। যেদিন সিনেমা রিলিজ হল সেদিনই আমি সিনেমা হলে যেতে চেয়েছিলাম। আমি এই ভালোবাসাটা অনুভব করতে চেয়েছিলাম। এই ধরনের ছবি মানুষকে খুশি দেয় ও তাদের একত্র আসতে সাহায্য করে।’ দীপিকার ভাষ্য, ছবির প্রতি সবার উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল এটা যেন কোনো উৎসব। এটা অসাধারণ। যখন আপনি সততার সঙ্গে কাজ করেন, মাথা নিচু করে শুধু কাজটাই করেন এবং তারপর এই প্রশংসা পান, সেটা সত্যিই ঐ কাজের যোগ্য পাওনা।’ সাংবাদ সম্মেলনে শাহরুখ জানান, ‘ছবি শেষ করা আর মুক্তির মাঝে সময়ের অভাবেই মিডিয়াকে সাক্ষাৎকার দিতে পারেননি। ভক্তদের এত ভালোবাসা পাবো ভাবতে পারিনি।’