October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 12th, 2023, 7:38 pm

যে কারণে কাঁদলেন সাই পল্লবী

অনলাইন ডেস্ক :

রাতের পর রাত শুটিং করতে করতে অভিনেত্রী সাই পল্লবী ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু তাতে কি পরিচালকের ইচ্ছে দ্রুত ছবির কাজ শেষ করা। তাই তিনি টানা শুটিং চালিয়ে যেতে চান। অন্যদিকে ছবির নায়িকা অবদার করে বসলেন তিনি বাড়ী যাবেন। তার আর ভালো লাগছে না টানা কাজ করতে। পরিচালক যেই বললেন যাওয়া যাবে না। অমনি অবুঝ শিশুর মত কান্নায় ভেঙ্গে পড়লেন। এতে শুটিং সেটের সবার মাঝে কৌতুহলের সৃষ্টি হলো। কি কারণে কারণে কাঁদছেন তিনি। এটা ছবির অংশ নয় তো। পড়ে যখন সবাই জানতে বাড়ী যাবার জন্য কাঁদছেন সাই পল্লবী তখন হাসির রোল পড়ে যায়। জানা যায়, ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। তার অভিনীত ‘শ্যাম সিং রায়’ সিনেমাটি ২০২১ সালের ২৪ ডিসেম্বর মুক্তি পায়। এতে তার বিপরীতে অভিনয় করেন নানি। এ সিনেমার শুটিং করতে গিয়ে ছুটির জন্য কেঁদেছিলেন সাই পল্লবী।

এক সাক্ষাৎকারে এ তথ্য জানান এই অভিনেত্রী। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে সাই পল্লবী বলেন- ‘কয়েক রাত ‘শ্যাম সিং রায়’ সিনেমার শুটিং করেছি। আমি রাতে শুটিং করতে পারি না। কারণ আমি দিনের বেলায় ঘুমাই না। কল্পনা করুন, আমি রাতে ঘুমাইনি, দিনের বেলায়ও ঘুমাইনি এবং পরের রাতে আবার শুটিং।’’ বিষয়টি ব্যাখ্যা করে সাই পল্লবী বলেন, ‘‘এভাবে প্রায় ৩০ দিন চলেছে। একই সঙ্গে ‘গার্গি’ ও ‘লাভ স্টোরি’ সিনেমার শুটিং করেছি। একপর্যায়ে আমি কাঁদছিলাম এবং ভাবছিলাম, আমি অভিনয় ভালোবাসি। যার জন্য আমি বিশ্বাস করতে পারছিলাম না ছুটি চাই। কিন্তু এ কথা আমি কাউকে বলিওনি।’’ ছুটি পাওয়ার গল্প জানিয়ে সাই পল্লবী বলেন, ‘আমার বোন প্রযোজককে গিয়ে বলে, আমি কাঁদছি। কারণ আমার ছুটি চাই। এ কথা শুনে প্রযোজকের খুব খারাপ লেগেছিল। কারণ আমি যাদের সঙ্গে কাজ করি তারা আমাকে ভালোবাসেন এবং ভাবেন আমি একটি শিশু। সুতরাং তারা ভাবে আমি সেটে খুব কমফোর্ট।

কিন্তু যখন তারা জানতে পারেন আমি ক্লান্ত, তখন তারা আমাকে ১০ দিনের ছুটি দিয়ে দেয়।’ সাই পল্লবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গার্গি’। এটি পরিচালনা করেন গৌতম রামচন্দ্রন। গত বছরের ১৫ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে ‘এসকে২৪’ শিরোনামে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাই পল্লবী।