October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 14th, 2024, 8:15 pm

যে কারণে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন অভিনেতা

অনলাইন ডেস্ক :

চলন্ত ট্রেনের দরজা থেকে প্ল্যাটফর্মে ঝাঁপ দিলেন বলিউডের অন্যতম অ্যাকশন হিরো বিদ্যুৎ জামওয়াল। ভালোবাসার মৌসুমে অভিনেতার এমন স্টান্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে শিউরে উঠেছেন অনেকেই। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, লোকাল ট্রেনের ছাদের উপর ঊর্ধ্বশ্বাসে দৌড়ানোর একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বিদ্যুৎ। ব্যক্তিগত জীবনে হোক কিংবা পর্দায়, প্রায়ই এমন চমক দিয়ে থাকেন বিদ্যুৎ। তা দেখে অনুরাগীরাও চমৎকৃত হন। অনুপ্রাণিত হন। অনেকেই আবার বিদ্যুতের মতো স্টান্ট করার চেষ্টা করেন। তবে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং দক্ষতা না থাকলে যে সেটা করা যাবে না, তা বুঝতে পারেন না অনেকেই। এই ভিডিওর সঙ্গে সেটাই বোঝানোর চেষ্টা করেছেন বিদ্যুৎ।

পোস্টে তিনি লেখেন, ‘আমি একজন প্রশিক্ষিত কালারিপায়াত্তু শিল্পী। পেশায় একজন অ্যাকশন স্টান্টম্যান। আমার স্টান্ট এবং ফিটনেস দেখে বাকিরা অনুপ্রাণিত হলে খুশি হই। ভাল লাগে। তবে রোজকার জীবনে প্রত্যেকেই ছুটে চলেছেন। কেউ বাস ধরবেন বলে ছুটছেন, কেউ আবার অফিসে তাড়াতাড়ি ঢুকবেন বলে ছোটেন। তাদের কাউকেই প্রশিক্ষণ নিতে হয় না। আলাদা করে কোনো অনুশীলন করতে হয় না আমার মতো। মনে সাহস আর জোর নিয়ে ছুটে চলেন নিরন্তর। আমার এই ভিডিওটি তাঁদের প্রত্যেককে উৎসর্গ করলাম।’ তিনি শরীরকে সক্রিয় ও চাঙ্গা রাখতে নানা ধরনের ট্রেনিং তো করেন বটেই, সেই সঙ্গে প্রাচীন মার্শাল আর্টের উপরেও ভরসা রাখেন।