October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 19th, 2023, 8:03 pm

যে কারণে ছুটি চেয়েছেন সাকিব-লিটন

অনলাইন ডেস্ক :

চলতি মাসেই শুরু হচ্ছে ইন্ডিয়ার প্রিমিয়ান লিগ (আইপিএল)। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্য জাতীয় দল থেকে ছুটি চেয়ে বিসিবি বরাবর চিঠি দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। যদিও এই চিঠির জবাব এখনও দেয়নি বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জালাল ইউনুস জানিয়েছেন। মানে এখনও সাকিব-লিটনের ‘আইপিএল’ ভাগ্য ঝুলছে। আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সুযোগ পেয়েছেন সাকিব ও লিটন। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পুরো আসরে বাংলাদেশি এই দুই ক্রিকেটারের সার্ভিস পাবে না-এমনটা জেনেই তাদের দলভুক্ত করেছে কলকাতা। আইপিএল শুরু হয়ে যাবে ৩১ মার্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে ৪ এপ্রিল মিরপুরে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। এজন্য সাকিব-লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকেও ছুটি চেয়েছেন। জালাল ইউনুস জানিয়েছেন, ‘ওরা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, ওদের এনওসি দেওয়া হবে কি হবে না এ বিষয়ে।’ আইপিএলে এবার সাকিব-লিটন ছাড়াও অংশ নেবেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস। তবে টেস্ট দলে নিয়মিত না থাকায় তার এনওসি নিয়ে চিন্তা নেই।