September 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, July 10th, 2023, 8:16 pm

যে কারণে ছেলের নাম তারিক জামিল রেখেছেন সানা

অনলাইন ডেস্ক :

ধর্মীয় কারণ দেখিয়ে বলিউড থেকে সরে যাওয়া অভিনেত্রী সানা খান পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সাবেক এই অভিনেত্রী বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য জানিয়েছিলেন। এবার জানা গেল, সানা খান তাঁর পুত্র সন্তানের নাম রেখেছেন তারিক জামিল। ইসলাম প্রচারক হিসেবে পরিচিত পাকিস্তানি ধর্মীয় বক্তা মাওলানা তারিক জামিলের নামানুসারে সানা খান তার ছেলের নাম রেখেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এ বিষয়ে সানা খানের ভাষ্য, নাম ব্যক্তিত্বের ওপর দারুণ প্রভাব ফেলে। আমরা আমাদের ছেলের জন্য এমন একটি নাম চেয়েছিলাম যা ধর্মপরায়ণতা, সহনশীলতা, ভদ্রতা এবং সততার প্রতীক। ক্যারিয়ারে হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে সানা খানকে। এ ছাড়া বিজ্ঞাপন ও রিয়েলিটি শোতে দেখা যায় তাঁকে। পাঁচ ভাষার সিনেমায় অভিনয় করেছেন সানা।

২০১২ সালে জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ছিলেন সানা এবং চূড়ান্ত পর্বে উঠেছিলেন। ২০০৫ সালে ‘ইয়ে হ্যায় হাই সোসাইটি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সানা খানের। এরপর বলিউডে ‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজা তুম হো’ ও ‘টয়লেট : এক প্রেম কথা’র মতো সিনেমা করেন। রিয়েলিটি শো বিগ বসের পাশাপাশি ‘ফেয়ার ফ্যাক্টর : খাতরোঁ কে খিলাড়ি’র ষষ্ঠ মৌসুমে অংশ নিয়েছিলেন তিনি। ২০২০ সালের অক্টোবরে সবাইকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন সানা খান। এরপর নতুন জীবন শুরু হয় তাঁর। সেই জীবন যে সুন্দর যাচ্ছে, তা তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই টের পাবেন।