October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 14th, 2023, 7:50 pm

যে কারণে ন্যাড়া হতে হয়েছিল মাধুরীকে

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রূপে এখনও কাবু হন অগণিত দর্শক। বিয়ের পর ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে মার্কিন মুলুকে পাড়ি দেন বলিউডের ‘ধক ধক গার্ল।’ তবে তিনি এখন ভারতে। অভিনয় করছেন সিরিজে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী জানান, ছোটবেলা থেকেই মাধুরীর লম্বা ও কোমর পর্যন্ত চুল ছিল। কিন্তু একবার দিওয়ালিতে তার চুলে আগুন ধরে যাওয়ায় ন্যাড়া হতে হয়েছিল তাকে। আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে মাধুরী ছোটবেলার তার কথা বলতে গিয়ে জানান, একবার দিওয়ালির অনুষ্ঠানে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন তিনি। সবার সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। ঠিক তখনই একটা বাজি থেকে মাধুরীর পুরো চুলে আগুন ধরে যায়।

বন্ধুদের তৎপরতায় সেই আগুন নিভেও যায়, কিন্তু চুল পুড়ে ছারখার। এরপর মা-বাবার কথা মতো ন্যাড়া হয়ে যান তিনি। তার পর বেশ কয়েক মাস লাগে নতুন চুল গজাতে। মাধুরীর ভাষায়, ‘বড় বাঁচা বেঁচে গিয়েছিলাম সেদিন। আমার চুল পুড়েছিল, মুখে কিছু হয়নি।’ তারপর থেকেই নাকি বাজি থেকে দূরত্ব বজায় রাখেন মাধুরী। আগুনের প্রতিও ভয় রয়েছে তার। তবে দিওয়ালি এলেই সেই কথা মনে করে আজও বুক কেঁপে ওঠে বলিউড তারকার। মাধুরীকে শেষ দেখা গিয়েছে ‘মজা মা’ ছবিতে।