অনলাইন ডেস্ক :
প্রিয় তারকাদের সঙ্গে অনেকেই ছবি তুলতে চায়। তারকাদের সঙ্গে ছবি তুলতে অনেকেই হুমড়ি খেয়ে পড়েন। অনেক সময় ভক্তদের সঙ্গে ছবি না তুলেই এড়িয়ে যান তারকারা। তবে ভারতের তারকা ক্রিকেটার পৃথ্বী শাহ ভক্তের সঙ্গে সেলফি তুলতে না চাওয়ায় হামলার শিকার হয়েছেন। গত বুধবার মুম্বাইয়ে এমন ঘটনা ঘটেছে। এক বন্ধুর সঙ্গে মুম্বাইয়ের একটি পাঁচ তারা হোটেলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শাহ। সেসময় পৃথ্বীকে দেখে এগিয়ে আসেন দুই সমর্থক। পৃথ্বীর সঙ্গে সেলফি তুলতে চান। তবে সেলফি তুলতে চাননি পৃথ্বী শাহ। সেলফি তুলতে জোর করলে হোটেল থেকে বের করে দেওয়া হয় দু’জনকে। হোটেল থেকে বের হয়ে তারা পৃথ্বীর জন্য অপেক্ষা করতে থাকেন। পৃথ্বী শাহর বন্ধুর গাড়ি নিয়ে বের হতে গেলে ধাওয়া করে। তবে পৃথ্বী ছিলেন অন্য গাড়িতে। পৃথ্বীর বন্ধুর গাড়ি গাড়ির কাঁচ ভেঙে দেন সেই দুই ভক্ত। পৃথ্বীর বন্ধুর কাছে থেকে ৫০ হাজার টাকা দাবি করেন সেই দুই ভক্ত। টাকা দিতে অস্বীকার করলে পৃথ্বীর বন্ধুকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হুমকি দেয় তারা। সূত্র: এনডিটিভি
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা