March 1, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 19th, 2021, 7:04 pm

যে কারণে বিয়ে করছেন না দেব?

অনলাইন ডেস্ক :

ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী রুক্মিনি মৈত্র। ২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমাতেও জুটিবদ্ধ হন তারা। ব্যক্তিগত জীবনেও প্রেমের সম্পর্কে রয়েছেন দেব-রুক্মিনি। একাধিকবার তাদের বিয়ের গুঞ্জনও উঠেছে। যদিও তারা ‘ভালো বন্ধু’ বলেই দাবি করেছেন। তবে কয়েক মাস আগে কোনো রাখঢাক না রেখে দেব প্রিয় মানুষটির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন। এরইমধ্যে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন দেব, যা জেনে হতবাক তার ভক্তরা! ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেব বলেন ‘বিয়ে তো যে কোনো দিন করতেই পারি। অনুষ্ঠানে কাছের মানুষদের ডেকে খাওয়াবও। এত ধুমধামের সেই বিয়ে যদি ১০ দিনও না টেকে তখন?’ টলিউডে বিয়ে ভাঙনের হিরিক পড়েছে। দেবের এমন বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, তাহলে কী বাকিদের মতো ‘সম্পর্কের নিরাপত্তাহীনতায়’ ভুগছেন দেব? সেটাও এক কথায় নাকচ করেছেন এই অভিনেতা। তার ভাষায় ‘আমি বিয়েতে বিশ্বাসী। কিন্তু এখনি বিয়ের পিঁড়িতে বসার জন্য মানসিকভাবে প্রস্তুত নই। কারণ কাঁধে প্রচুর দায়িত্ব, সামনে অনেক কাজ রয়েছে।’ পাশাপাশি রুক্মিনি মৈত্রর সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে সীলমোহর দিয়েছেন দেব। এ অভিনেতা বলেন, ‘রুক্মিনি মাত্র বলিউডে কাজ শুরু করেছে। পাশাপাশি, বাংলাতেও কাজ করছে। আমি ওর চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না।’