October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 22nd, 2023, 7:50 pm

যে কারণে মানহানির মামলা করবেন নয়নতারা

অনলাইন ডেস্ক :

বিশ্বজুড়ে বক্স-অফিসে শাহরুখ অভিনীত ‘জওয়ান’ যখন ঝড় তুলেছে, ঠিক তখনই ডালপালা মেলেছে নতুন বিতর্ক। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। আর তাকে ঘিরেই বাসা বেঁধেছে বিতর্কের। ‘জওয়ান’-এর নিজের চরিত্র নিয়ে একেবারেই নাকি খুশি নন নয়নতারা। যখন তিনি ছবির জন্য রাজি হয়েছিলেন, তাকে আশ্বাস দেওয়া হয়েছিল যে, তিনিই ছবির নায়িকা। ছবি মুক্তির পর নাকি তিনি উপলব্ধি করেছেন যে, তাকে রীতিমতো উপেক্ষা করা হয়েছে ছবিতে। তার তুলনায় বেশি প্রধান্য দেওয়া হয়েছে দীপিকা পাড়ুকোনকে।

শাহরুখের ‘গার্ল গ্যাং’-এরও স্ক্রিনটাইম তার থেকে বেশি বলেই অভিযোগ নয়নতারার। এমনটাই খবর পাওয়া গিয়েছিল। তবে এই ঘটনার ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পরিচালক অ্যাটলি কুমারের জন্মদিনে তার সাফল্যের জন্য শুভেচ্ছা জানালেন নয়নতারা। আর এতেই যেন শুরু হলো নতুন বিতর্কের। যদি সত্যি অভিনেত্রী এতটাই রেগে থাকেন, তা হলে অ্যাটলিকে জন্মদিনের শুভেচ্ছা কি লোক দেখানো? আসলে এ বিষয়টাকে ঘিরে ক্ষুব্ধ নয়নতারা, অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মানহানির মামলা করবেন তিনি।

সম্প্রতি ‘জওয়ান’-এর সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না নয়নতারা। নয়নতারা উপস্থিত না থাকায় সেই দিন শাহরুখের সঙ্গে ‘চলেয়া’ গানে নাচ করতে দেখা গিয়েছিল দীপিকাকেই। তার জায়গায় দীপিকা বারবার দখল করে নেওয়াতেই রাগ করছেন নয়নতারা! সম্প্রতি এমনটাই শোনা গিয়েছিল এই দক্ষিণের লেডি সুপারস্টারের বিরুদ্ধে। আর এ বিষয় নিয়ে যখন চারদিকে জোর জল্পনা চলছিল ঠিক তখনই জানা গেল, এ সবই নাকি মিথ্যা বানানো! নয়নতারা অ্যাটলির ওপর ক্ষুব্ধ নন। বরং অভিনেত্রী খেপেছেন এই ধরনের মিথ্যা খবর যারা ছড়িয়েছেন তাদের ওপর।

এক্স অ্যাকাউন্ট (সাবেক টুইটার) ও ইউটিউবের চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়েছে এই খবর। এবার তাদের ওপর মানহানির মামলা করতে পারেন নয়নতারা, এমনটাই দাবি করেছেন অভিনেত্রীর ঘনিষ্ঠজনরা। এদিকে, তাকে নিয়ে এমন ভুয়া খবর ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ তার অনুরাগীরাও। নয়নতারাকে নিয়ে এমন মিথ্যা রটনা হলে সহ্য করবেন না তারা। তাদের দাবি, এ বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়া উচিত অভিনেত্রীর।