September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 23rd, 2023, 8:42 pm

যে কারণে যুক্তরাষ্ট্রে জায়েদ খান

অনলাইন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান যুক্তরাষ্ট্রে গেছেন। মূলত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই এই যাত্রা। মূলত যুক্তরাষ্ট্রের এসব অনুষ্ঠানে যাওয়ার জন্য আয়োজকরা সচরাচর কারো জন্য বিমানের বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করেন না। কিন্তু জায়েদ খান বিজনেস ক্লাসের টিকিট পেলেন। দেশ ছাড়ার আগে বৃহস্পতিবার দিবাগত রাতে জায়েদ খান বলেন, ‘এত দূরের জার্নি ইকোনমি ক্লাসে কঠিন। বিষয়টা জানাতেই আয়োজকরা আমার জন্য বিজনেস ক্লাসের টিকিট ইস্যু করে দিয়েছেন। আমি তাদের প্রতি ভালোবাসা জানাই।’ জানা গেছে, যুক্তরাষ্ট্রে বরাবরের মতো এবারও আয়োজিত হচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড। এবার ২৫ জুন জামাইকার আমাজুরা হলে অনুষ্ঠিত হবে প্রবাসীদের এই আয়োজন।

এ ছাড়া ১ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হবে ফিল্ম অ্যাওয়ার্ড। দুই ভাগে বিভক্ত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিষয়ে আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের আলমগীর খান নিশ্চিত করেছেন। এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে যারা থাকছেন- মাহফুজ আনাম জেমস, গায়ক তাহসান, চিরকুট ব্যান্ড, অভিনেতা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, জিয়াউল হক পলাশ (কাবিলা ), চিত্রনায়িকা পূজা চেরী, গায়ক প্রতিক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল, মডেল মিথিলা, তৃণা, মন্দিরাসহ একঝাঁক তারকা।