October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 4th, 2023, 8:16 pm

যে কারণে সরে দাঁড়ালেন রাইবাকিনা

অনলাইন ডেস্ক :

চলমান ফেঞ্চ ওপেনে মেয়েদের এককে এলেনা রাইবাকিনা লড়ছিলেন ফেবারিটের তকমা গায়ে লাগিয়ে। উড়ে চলছিলেন আসরের শুরু থেকে, প্রথম দুই রাউন্ড জিতেছেন সরাসরি সেটে। তবে হুট করে অসুস্থ হয়ে পড়ায় তৃতীয় রাউন্ডেই থেমে যাচ্ছে কাজাকিস্তানের এ তারকা খেলোয়াড়ের এবারের যাত্রা। গত শনিবার তৃতীয় রাউন্ডে স্পেনের সারা সরিবস তোর্মোর মুখোমুখি হওয়ার কথা ছিল রাইবাকিনার। কিন্তু তার আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন উইম্বলডন চ্যাম্পিয়ন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত দুই দিনে ভালোমতো ঘুমাতে পারিনি আমি। জ্বর, মাথাব্যথা ছিল।

এই অবস্থায় পারফর্ম করা, দৌড়ানো এমনকি নিশ্বাস নেওয়াটাও কঠিন। তাই আমি মনে করি এটাই (সরে দাঁড়ানো) একমাত্র সঠিক সিদ্ধান্ত ছিল যা আমি নিতে পারতাম।’ এর আগে ফ্রেঞ্চ ওপেনের গত আসরেও তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়েছিলেন ২৩ বছর বয়সি রাইবাকিনা। কিন্তু এবারের আসরে তার সামনে সুযোগ ছিল ভালো কিছু করার। ফর্মের চূড়ায় থেকে নাম লেখান তিনি। প্রথম রাউন্ডে ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দেন ব্রেন্দা ফ্রুভির্তোভাকে। দ্বিতীয় রাউন্ডে পাত্তা পাননি চেক প্রজাতন্ত্রের আরেক খেলোয়াড় লিন্দা নসকোভাও। রিবাকিনার কাছে ৬-৩, ৬-৩ গেমে হারেন তিনি।