April 22, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 12th, 2023, 8:32 pm

যে কারণে হচ্ছে না ‘কাইজার লেভেল টু’

অনলাইন ডেস্ক :

ওটিটি প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশ থেকে চলতি বছরে আটটি নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিল। যেখানে ছিল গেল বছরের আলোচিত সিরিজ ‘কাইজার’ এর সিক্যুয়েল ‘কাইজার লেভেল টু’। প্রথম সিজনে আফরান নিশোকে দেখা গেয়েছিল খ্যাপাটে একজন গেমার-ডিটেকটিভ কাইজারের চরিত্রে। নতুন সিজন মুক্তির কথা ছিল ঈদুল আযহায়। আয়মান আসিব স্বাধীনের সংলাপ ও চিত্রনাট্যে তানিম নূর পরিচালিত নতুন এই সিরিজের নিশোর সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল ছোট পর্দার তারকা অভিনেতা জাহিদ হাসানেরও। তবে সিরিজ সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করে জানিয়েছে, আপাতত হচ্ছে না এই সিরিজ। আর্থিক কারণে বেঁধেছে জটিলতা। যদিও এই প্রসঙ্গে সিরিজটির পরিচালক তানিম নূর কোন মন্তব্য করতে রাজি না হয়ে হইচইয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। আর ‘হইচই বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান এই ইস্যুতে কোন আনুষ্ঠানিক বক্তব্য না দিয়ে বলছেন, ‘কোন সিরিজ হচ্ছে কি, হচ্ছে না এটা কোন বড় ইস্যু নয়।’