অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সকে ৬ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। শুক্রবার (২৭ জানুয়ারী) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। ৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় রংপুর। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৪ রানে টম মোরেসের উইকেট হারায় সিলেট। ৭ বলে ২ রান করে আউট হন টম মোরেস। এরপর দলীয় ১২ রানে আরও চার ব্যাটারকে হারায় সিলেট। ওপেনার নাজমুল শান্ত ৯ বলে ৯ রান করে সাজঘরে ফেরার পর তিন ব্যাটার সাজঘরে ফিরেন খালি। জাকির হাসান, তৌহিদ হ্রদয় ও মুশফিকুর রহিম রানের খাতা না খুলেই আউট হন। শুরুর ধাক্কা আর সামাল দিতে পারেনি সিলেটের ব্যাটাররা। এরপর দলীয় ১৭ ও ১৮ রানে আরও দুই ব্যাটারকে হারায় সিলেট। ১০ বলে ৩ রান করে থিসারা পেরেরা ও ১১ বলে ১ রান করে আউট হন ইমাদ ওয়াসিম। এরপর অষ্টম উইকেট জুটিতে তানজীম হাসান সাকিব ও অধিনায়ক মাশরাফি মিলে ৪৮ রানের জুটি গড়েন। তবে দলীয় ৬৬ রানে ২১ বলে ২১ রান করে আউট হন মাশরাফি। এরপর ক্রিজে আসা মোহাম্মদ আমিরকে সঙ্গে নিয়ে আরও আরও ১৯ রান যোগ করেন তানজিম। তবে দলীয় ৮৫ রানে দলের ৩৬ বলে ৪১ রান করে আউট হন তানজীম হাসান সাকিব। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। রংপুর রাইডার্সের পক্ষে আজমতউল্লাহ ওমরজাই ও হাসান মাহমুদ নেন ৩টি করে উইকেট। ৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন রংপুরের দুই ওপেনার নাইম শেখ ও রনি তালুকদার। তবে দলীয় ২৭ রানে ২১ বলে ১৮ রান করে আউট হন নাইম শেখ। এরপর ক্রিজে আসা মেহেদী হাসানকে সঙ্গে নিয়ে ব্যাটিং করতে থাকেন রনি তালুকদার। তবে দলীয় ৪৪ রানে দুই উইকেট হারায় রংপুর। ৮ বলে ১২ রান করে মেহেদী ও ১ বলে রানের খাতা না খুলেই সাজঘরে ফিরে যান শোয়েব মালিক। এরপর ক্রিজে আসেন আজমতুল্লাহ ওমারজাই। দলীয় ৬৬ রানে আজমতুল্লাহ ওমারজাই আউট হলেও দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রনি তালুকদার। রনি ৩৮ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে মাশরাফি নেন ২টি উইকেট।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা