November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 11th, 2023, 3:22 pm

রংপুরের নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক , রংপুর :

নির্বাচন ও নারী প্রার্থীতা বিষয়ক মত বিনিময় সভা রংপুরের অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুরে নগরীর ক্যাসপিয়া চাইনিজ রেষ্টুরেন্ট এর মিলনায়তনে ডেমক্রেসিওয়াচ’র আয়োজনে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মো: সামসুজ্জামান সামু, জাসদের আহবায়ক সাব্বির আহম্মেদ, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক,জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু জেলঅলআওয়ামীলীগের সদস্য গোলাম মোস্তাফা, এডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি প্রমূখ ।

মতবিনিময় সভায় সংসদ সদস্য, জেলা , উপজেলা ও সাধারণ আসনে সদস্য পদে প্রতিদ্বদ্বিতা করার মনোবল বৃদ্ধি, নমিনেশন পাবার ক্ষেত্রে যোগাযোগের বিভিন্ন স্তর চিহ্নিত করা হয় । এতে নারী প্রার্থীদের এক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয় । জাতীয় ও স্থানীয় সরকারের নারী প্রতিনিধিত্ব অগ্রাধিকারের জোর দেয়া হয় ।

অপরাজিতারা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন এর চ্যালেঞ্জ, সম্ভাবনা ও রাজনৈতিক প্রতিশ্রুতি এবং বাস্তবায়ন এর বিভিন্ন প্রেক্ষিত নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন। এই মতবিনিময় সভায় রংপুর মহানগরী ও গঙ্গাচড়া উপজেলার ৩০ জন বিএনপি , আওয়ামীলীগ, জাপা, জাসদের নেতা নেত্রী উপস্থিত ছিলেন ।