November 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 28th, 2024, 3:35 pm

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪ উদ্যাপন উপলক্ষে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট(রপই) আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে এই সপ্তাহের শুরুতে র‌্যালীর উদ্বোধন করেন মহিলা সংসদ সদস্য মোছা: নাসিমা জামান ববি । র‌্যালীটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রপই ক্যাম্পাসে এসে শেষ হয় ।

পরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রপই হল রুমে অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয় ।

রপই অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রপই উপাধ্যক্ষ প্রকৌশলী মো: তাজুল ইসলাম,রপই ননটেকচীফ ইনস্ট্রাক্টর সাহিদা বিনতে বারী, শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী আসাদুজ্জামান সরকার, সিভিল ননটেক ইনস্ট্রাক্টর ইউসুফ আলী, বাংলা বিভাগের ইনস্ট্রাক্টর মহাদেব কুমার গুন , ননটেকচীফ ইনস্ট্রাক্টর জেয়াউল হক প্রমূখ ।