নিজস্ব প্রতিবেদক , রংপুর :
রংপুরে ৬ দিন ব্যপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের শুরু হয়েছে । শনিবার সকালে রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা অফিসের বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম ।এ উপলক্ষে এক আলোচনা সভায় রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক দেওয়ান মোর্শেদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড, চিত্রলেখা নাজনীন , জেলা সিভিল সার্জন ডা, শামীম আহমেদ, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ-পরিচালক ডা. শেখ সাইদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন পরিবার পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক এ ,টি,এম নাজমূল হক,সদর উপজেলাপরিবার পরিকল্পনা অফিসার মো:শিহাব উদ্দিন, মাও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা, মোছা, মুহতারিমা বেগম রত্না প্রমূখ ।শনিবার থেকে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে ।আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে । এ সময় পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পন সেবা, গর্ভবর্তী সেবা , নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্য সেবা, কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টি সেবা দেয়া হবে ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা জনগণের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সবসময় এক যোগে কাজ করে আছসে । জাতীয় টীকা দিবস , ভিটামিন-এ + ক্যাম্পেইন ,রুটিন-ইপআই , কমিউনটি ক্লিনিক সেবা ইত্যাদি কাযক্রমে স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা কর্মচারীরা পাশাপাশি পরিবার পরিকল্পনা অধিদপ্ততরের সকল স্তরের সক্রিয় অংশ গ্রহণের ফলে সেবা সপ্তাহ পালন করবে ।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি