নিজস্ব প্রতিবেদক, রংপুর :
“প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৪ অক্টোবর) রংপুরে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে জেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে বিশ্ব ডিম দিবস উপলক্ষে সকালে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে নগরীর কলেজ রোডস্থ রংপুর জেলা প্রানিসম্পদ কার্যালয় হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তফা। জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রানিসম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই সরকার। এতে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রানিসম্পদ অধিদপ্তরের উপ পরিচালক ডাক্তার মোহাম্মদ এনামুল হক, জেলা অতিরিক্ত প্রণীসম্পদ কর্মকর্তা ডাক্তার জোবায়দুল করিম, রংপুর জেলা পোল্ট্রিশিল্প মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাধারণ সম্পাদক আরমানুর রহমান লিংকন, জলা পোল্ট্রিশিল্প মালিক সমিতির সাবেক সভাপতি মাহবুব আলম প্রমুখ। এ সময় বিভিন্ন গবাদিপ্রাণী খামাড়ের মালিকগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল চাপায় ভাই-বোনের মৃত্যু, আহত-৩
সর্বোচ্চ নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম
সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর