November 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 15th, 2023, 4:42 pm

রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে বেলুন ফেস্টুন উড়ানো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বুধবার সকাল সাড়ে ১১টায় রংপুর টাউন হলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলাচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আজহারুল ইসলাম, রংপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আফসানা পারভীন, রংপুর জেলা সিভিল সার্জেন ডা. জাহাঙ্গীর কবির, ক্যাব রংপুরের সভাপতি আবদুর রহমান, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক শাহ মোঃ শহীদ আখতার সোহেল, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ব্যাপারী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।##