July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 14th, 2022, 2:14 pm

রংপুরে বিশ্ব মান দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে বিশ্ব মান দিবস পালিত হয় । দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মফিজ উদ্দিন আহ্মাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, ক্যাব রংপুর জেলা সভাপতি মোঃ আব্দুর রহমান ।
প্রধান অতিথি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য (এসডিজি) জাতিসংঘ ঘোষিত লক্ষ্যমাত্রা যা বাস্তবায়নের গুরুত্ব উপলব্ধি করতে হবে। সকল উন্নয়ন যেন টেকসই হয় সেদিকে নজর দিতে হবে। বিএসটিআই স্ট্যান্ডার্ড নিয়ে সবাই কাজ করছে তাই সকল সেক্টর ভেজালমুক্ত হতে হবে। দেশে বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে পণ্যের সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ অতীব জরুরী।##