October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 22nd, 2022, 10:57 am

রংপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে সেনানিবাস মাল্টিপারপাস হলরুমে ৩০৫ জন বীর মুক্তিযোদ্ধাসহ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান। এরপর দিবস উপলক্ষে জিওসিসহ কেক কাটায় অংশ নেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, মনোরঞ্জন শীল গোপাল, মাহবুব আরা গিনি, জাকিয়া তাবাসসুম, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনাসহ সামরিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে জিওসি রংপুর অঞ্চলের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের প্রশংসা করে বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেই সাথে দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতিসংঘে শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীর নানা কর্মকান্ড তুলে ধরেন। এ সময় সামরিক, বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, গণমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ###