November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 18th, 2021, 6:49 pm

রংপুরে হিন্দুপল্লীতে আগুন: আটক ৪২

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমেন্টের জেরে রংপুরের পীরগঞ্জের বড়ো করিমপুর মাঝিপাড়া গ্রামে হিন্দুপল্লীতে অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সন্দেহে ৪২ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রংপুর জেলা প্রশাসক আসিফ হাসান বলেন, রবিবার রাত ৮টায় ২০ থেকে ২৫টি হিন্দু বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেয় আক্রমণকারীরা।
এছাড়া তাদের বাড়ি-ঘর থেকে নগদ টাকা, গবাদি পশু ও মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায় দুর্বৃত্তরা।
রংপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, স্থানীয় এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগের পর রবিবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ওই কিশোরের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে পারলেও দূরে বাড়ি-ঘরে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা জানান, খবর পেয়ে রংপুর, মিঠাপুকর ও পীরগঞ্জ ফায়ার সার্ভিসের চার ইউনিট রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এক পাশে আগুন নিয়ন্ত্রণে আনতে না আনতেই অন্যদিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

—ইউএনবি