November 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 30th, 2022, 10:07 am

রংপুরে হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর কমিউনিটি চক্ষু হাসপাতাল মডার্ণ মোড় এর উদ্দ্যোগে সাইটসেভার্স এর অর্থায়নে এবং সহায়তায় ডিসট্রিক্ট ইন্সকুসিভ (জেলা একীভূত) আই কেয়ার প্রোগ্রাম প্রকল্পের অধীনে বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয়।
হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক মো:ফয়জুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি চক্ষু হাসপাতাল এর চেয়ারম্যান মো:ফেরদৌস আলম মুকুল। উপস্থিত ছিলেন সাইটসেভার্স এর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মাসুদ রানা, কমিউনিটি চক্ষু হাসপাতাল এর সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ, ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম। রংপুর জেলার ১৬ টি প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনের ১৬ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ করা হয়।