December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 15th, 2022, 4:43 pm

রংপুরে ৬০ কোটি টাকা ব্যয়ে আরএফ এল বাইসাইকেল ফ্যাক্টরি উদ্বোধন করলেন বানিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক , রংপুর :

স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লালচাঁদপুরে আরএফএল বাইসাইকেল কারখানা ৬০ কোটি টাকা ব্যয়ে উদ্বোধন হয়েছে।বৃহস্পতিবার দুপুরে গংগাচড়ায় গঙ্গা ফাউন্ড্রি লিমিটেড এর আরএফএল দুরন্ত বাইসাইকেলের ফ্যাক্টরী উদ্বোধনী করেন বানিজ্য মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।বানিজ্য মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি বলেন একসময়ের মঙ্গা পীড়িত এলাকা গংগাচড়ার মঙ্গা এখন অতিত। উন্নয়নের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরের মঙ্গা তাড়িয়েছে আর কর্মসংস্থানের ব্যবস্থা করেছে আরএফএল। সেই ধারাবাহিকতায় গংগাচড়া এখন উন্নয়নের পথে। আর এই পথে রংপুরে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হলো বাইসাইকেল ফ্যাক্টরি উদ্বোধনের মাধ্যমে ।তিনি আরো বলেন, অর্থনৈতিক সংগ্রামে, অর্থনৈতিক মুক্তির মিছিলে আরএফএল গ্রুপ একটি অন্যন্য নাম। বিশ্বের অনেক দেশে প্রাণ আরএফএল এর পণ্য রপ্তানি করা হচ্ছে। যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলছে। প্রাণ আরএফএল গ্রুপ এই বাইসাইকেল উৎপাদনের মাধ্যমে আরো এগিয়ে যাক, যার মাধ্যমে এগিয়ে যাক বাংলাদেশের অর্থনীতি। আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, স্থানীয় ও রপ্তানি বাজারে চাহিদা বৃদ্ধির প্রেক্ষাপটে রংপুরের গংগাচড়ায় আরএফএল গ্রুপ বাইসাইকেল এর দ্বিতীয় কারখানা চালু করলো। স্থানীয় বাজারের সকল সাইকেল এখানে তৈরি করা হবে। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে ছয় লাখ পিস বাইসাইকেল। তাছাড়া এ খাতে দক্ষ জনবল তৈরি এবং দেশের উত্তরাঞ্চলে কর্মসংস্থান তৈরি করার উদেশ্যে এ কারখানা স্থাপন করা হয়েছে। উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, বানিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, সম্মানিত অতিথি রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ, এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী। সভাপতিত্ব করেন প্রাণ আরএফএল গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। আলোচনা শেষে অতিথিরা বাইসাইকেল কারখানা পরিদর্শন করেন।
উল্লেখ্য দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আরএফএল প্রচলিত শিল্পাঞ্চলের বাইরে প্রত্যন্ত এলাকায় কারখানা স্থাপনে মনোযোগী হচ্ছে। এরই অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়ায় একটি বাইসাইকেল কারখানা স্থাপন করেছে তারা। এতে বিনিয়োগ করা হয়েছে ৬০ কোটি টাকা। ৭০ হাজার বর্গফুটের কারখানাটিতে ইতিমধ্যে বাইসাইকেল উৎপাদন শুরু হয়েছে। যেখানে ১ হাজার মানুষের কর্মসংস্থান হবে। কারখানাটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।