October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 17th, 2022, 5:23 pm

রংপুর জেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী বাবলু বিজয়ী

নিজস্ব প্রতিবেদক, রংপুুর :

রংপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোসাদ্দেক হোসেন বাবলু মোটরসাইকেল প্রতীকে ৬০১ ভোটে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ প্রার্থী ইলিয়াস আহমেদ পেয়েছেন ৪৮৪ ভোট। সোমবার দুপুরে ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে মোসাদ্দেক হোসেন বাবলু মোটরসাইকেল প্রতীকে তিনি জয় লাভ করেন। এদিকে তার প্রতিদ্বন্দ্বী মোসাদ্দেক হোসেন বাবলু রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি ১২ বছর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের জেলার কমান্ডার ছিলেন। এ ছাড়া তিনি রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।রংপুর জেলা পরিষদ নির্বাচনে জেলার একটি সিটি কর্পোরেশন, তিনটি পৌরসভা, আটটি উপজেলা পরিষদ ও ৭৬টি ইউনিয়ন পরিষদের ১ হাজার ৯৫ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।