December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 17th, 2022, 12:59 pm

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৫ম বর্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

আব্দুর রহমান মিন্টু, রংপুর :

রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ বর্ষপূর্তি ও ৫ম বর্ষে পদার্পণ উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম এঁর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পুলিশ কমিশনার এর কার্যালয়ের সামনে থেকে শুরু করে রংপুর মহানগরীর বঙ্গবন্ধু চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ কমিশনার এর কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রার এক পর্যায়ে তিনি বেলুন উড়িয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় র‌্যালিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম ও রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সায়ফুজ্জামান ফারুকী । আনন্দ শোভাযাত্রার সমাপন্তে পুলিশ কমিশনার বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০৪১ এবং ভিশন ২১০০ বাস্তবায়নের অগ্রযাত্রায় নগরবাসীর প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতার করছে । এর মাধ্যমে রংপুর মহানগরীকে একটি অপরাধ ও যানজটমুক্ত নিরাপদ নগরী গড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শামিল হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছিল রংপুর মেট্রোপলিটন পুলিশ।