October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 20th, 2021, 12:42 pm

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক :

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মূল ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিস কর্মীরা তা নিয়ন্ত্রণে এনেছেন। সোমবার সাড়ে ১০টার দিকে রমেকের দ্বিতীয় তলার ৭ নম্বর ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই হাসপাতালের কয়েকটি শয্যা ও ওয়ার্ডে কিছু অংশ পুড়ে যায়।

হাসপাতালের সিনিয়র নার্স শামীমা পারভিন বলেন, “আমরা রোগীদের ওষুধ দিচ্ছিলাম। এ সময় পূর্ব পাশের ব্যালকনির দিক থেকে আগন আর ধোঁয়া দেখতে পাই।”

আগুন লাগার পর মেডিকেলের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। কীভাবে সেখানে আগুনের সূত্রপাত হল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস কর্মীরা।

এছাড়া, এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক রোগী কমবেশি আহত হয়েছেন বলে জানা গেছে।