October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 12th, 2023, 5:58 pm

রংপুর সিটি কর্পোরেশনের শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার নিজেস্ব ব্যবস্থাপনায় নগরীর শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল নগরীর ২৭, ২৮, ২৯, ৩০, ৩২ ও ৩৩নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক প্রমূখ । এদিকে রংপুর সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রী সহায়তায় নগরীর বিভিন্ন ওয়ার্ডে কর্মরত পরিছন্নতা কর্মীদের মাঝে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ফিরুজুল হক। এসময় সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতেমা ,রংপুর সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাকিয়া সুলতানা রোজি ও মোঃ মাহমুদুল ইসলাম। অপর দিকে রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে ও দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই) সহযোগীতায় সকাল ১১টায় অত্র চেম্বারের হলরুমে
রংপুর মহানগরীর বিভিন্ন দোকান মালিক সমিতির ও হাট বাজর পাহারাদারদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।শীতবস্ত্র (কম্বল) বিতরণে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রেসিডেন্ট ও এফবিসিসিআই পরিচালক মোঃ রেজাউল ইসলাম মিলন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, ভাইস প্রেসিডেন্ট আলী আহমেদ চাদ, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মোঃআসলাম, সাব্বির আহমেদ, মোঃ নুরুল ইসলাম পটু, মোঃ রুবায়েত হোসেন খান ও মোছাঃ শাহনাজ বেগম।