October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 23rd, 2022, 7:43 pm

‘রং-বাজার’ সিনেমায় পিয়া জান্নাতুল

অনলাইন ডেস্ক :

‘এই ছবিতে কাজ করতে এসে নতুন এক জগতকে চিনছি। বিশেষ করে শুটিংয়ের প্রয়োজনে দৌলতদিয়া যৌনপল্লিতে এই প্রথম আসা। বলতে গেলে এখানে কাজের অভিজ্ঞতা একেবারেই আলাদা। এখানকার মানুষদের খুব কাছ থেকে দেখছি, যে অনুভূতি ভাষায় প্রকাশের নয়। বাইরে অনেক কিছু শোনা যায়। কিন্তু বাস্তবে আবার অনেক কিছুই মিলে না এখানে।’ নিজের নতুন সিনেমা ‘রং-বাজার’ প্রসঙ্গে কথাগুলো বলেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। বেশ কয়েকদিন ধরে দৌলতদিয়ায় সিনেমাটির শুটিং করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রাশিদ পলাশ। বরাবরই বেছে বেছে সিনেমায় যুক্ত হন এই অভিনেত্রী। প্রতিটি কাজেই ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হতে দেখা যায় তাকে। পাশাপাশি গল্পের প্রেক্ষাপটেও থাকে ভিন্নতা। এবারও সেই ধারাবাহিকতা রেখেছেন তিনি। জানা গেছে, সিনেমাটির গল্পের প্রেক্ষাপট তৈরি হয়েছে নিষিদ্ধপল্লি নিয়ে। দৌলতদিয়া যৌনপল্লিতে আরও কিছুদিন চলবে শুটিং চলবে বলে জানিয়েছেন জান্নাতুল। সিনেমাটিতে পিয়া জান্নাতুল ছাড়া আরও অভিনয় করছেন মৌসুমী হামিদ, নাজনীন চুমকি, তানজিকা, লুৎফুর রহমান জর্জসহ অনেকে।