অনলাইন ডেস্ক :
লা লিগার শিরোপা আগেই নির্ধারণ হয়ে গেছে। আর তাই এখন রানার-আপ হওয়ার লক্ষ্য রিয়াল মাদ্রিদের। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেল লস ব্লাঙ্কোরা। সেভিয়ার বিপক্ষে করিম বেনজেমা ও ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়ায় একাদশ সাজায় রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এই ম্যাচে রদ্রিগোর জোড়া গোলে সেভিয়াকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। গত শনিবার সেভিয়ার মাঠে খেলতে নেমেই ম্যাচের তিন মিনিটে লিড পায় পিছিয়ে পড়ে রিয়াল।
এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কার্লো আনচেলত্তির শীষ্যরা। ম্যাচের ২৯ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান রদ্রিগো। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতিতে থেকে ফিরে একের পর এক আক্রমণ করতে থাকে রিয়াল। ম্যাচের ৬৯ মিনিটে ফের গোল করে দলকে লিড এনে দেন রদ্রিগো। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা