October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, February 12th, 2022, 7:50 pm

রবিনিয়োর গোলে কিংসের জয়

অনলাইন ডেস্ক :

সোহেল রানার পাস ধরে বক্সের বাঁ দিক থেকে একটু একটু করে এগোলেন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিকে এগিয়ে জায়গা করে নিলেন। এরপর জোরাল নিচু ও কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করলেন রবসন দি সিলভা রবিনিয়ো। চলতি লিগে প্রথম গোল পাওয়ার আনন্দে ডানা মেললেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্বস্তির জয়ে মাঠ ছাড়ল বসুন্ধরা কিংস। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে শনিবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারায় কিংস। স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে হেরে লিগ শুরুর পর এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল অস্কার ব্রুসনের দল। ২১ গোল নিয়ে গত লিগে রবিনিয়ো ছিলেন সর্বোচ্চ গোলদাতা। নতুন আসরে পায়ের কারিকুরি দেখাচ্ছিলেন ঠিকই, কিন্তু প্রথম দুই ম্যাচে গোল পাননি তিনি। তৃতীয় ম্যাচে এসে অপেক্ষা ফুরালো ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের। দুই পরিবর্তন এনে একাদশ সাজান কিংস কোচ ব্রুসন। ইয়াসিন আরাফাত ও আতিকুর রহমান ফাহাদের জায়গায় শুরুর একাদশে ফিরেন রিমন হোসেন ও মাশুক মিয়া জনি। অষ্টম মিনিটে ভ্রানিয়াসের ফ্রি কিক অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে যায়। ২১তম মিনিটে মাঝমাঠে সোহেল রানার কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠেন মুক্তিযোদ্ধা সংসদের সোমা ওতানজ। জাপানি এই মিডফিল্ডারের দূরপাল্লার শট আটকে দেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। প্রথমার্ধে আরও দুটি সুযোগ কাজে লাগাতে পারেনি কিংস। ২৬তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করেন রবিনিয়ো, কিন্তু গোলমুখে থাকা তৌহিদুল আলম সবুজ পারেননি দরকারি টোকা দিতে। ৪৪তম মিনিটে সোহেলের ফিরতি পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে একা পেয়েছিলেন রবিনিয়ো। তার জোরাল শট আটকান মুক্তিযোদ্ধা গোলরক্ষক রাজীব। মুক্তিযোদ্ধা সংসদের সমতায় বিরতিতে যাওয়ার স্বস্তি উবে যায় দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই। ৫২তম মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে ভ্রানিয়াসের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার ছয় মিনিট পর কাঙিক্ষত গোল পায় কিংস। বিশ্বনাথ ঘোষের থ্রো ইন দিদারুল ইসলাম হেডে ক্লিয়ার করলে বল পান সোহেল। তিনি বাড়ান বাঁ দিকে থাকা রবিনিয়োকে। বল পায়ে নিয়ে ঠা-া মাথায় সুবিধামতো জায়গায় গিয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন তিনি। ৭৮তম মিনিটে বক্সে রবিনিয়ো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় কিংস। নিজে শট না নিয়ে উত্তর বারিধারাকে হারানো ম্যাচের গোলদাতা ভ্রানিয়াসকে সুযোগ দেন। কিন্তু বাইরে মেরে ব্যবধান দ্বিগুণের সুযোগ নষ্ট করেন বসনিয়া-হার্জেগোভিনার ফরোয়ার্ড। দিনের আরেক মাচে, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে: মতিউর রহমান স্টেডিয়ামে গতবারের রানার্সআপ শেখ জামাল ধানম-ি ক্লাবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে পুলিশ এফসি। টানা দুই জয়ের পর ড্র করলেও ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শেখ জামাল। ৬ করে পয়েন্ট কিংস ও সাইফ স্পোর্টিংয়ের। কিংস অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে। টানা তিন হারে তলানিতে মুক্তিযোদ্ধা সংসদ। পুলিশের পয়েন্ট ২।