নিজস্ব প্রতিবেদক, রংপুর :
রংপুর সিটি কর্পোরেশনের(রসিক) প্রধান ফটকের নির্মানাধীন দৃষ্টি নন্দন গেট এর কাজ শেষ হয়ে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। রসিক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি থেকে দৃষ্টি নন্দন এই গেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রসিক প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, সচিব উম্মে ফাতেমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, প্যানেল মেয়র সামসুল হক, ফরিদা বেগম, কাউন্সিলর হারাধন হারা, হারুন অর রশিদ, মঞ্জু, হাসনা বেগম, আব্দুল গফ্ফার, ডরিক ডেভেলপার্স লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ তাইফুল ইসলাম, পরিচালক ইঞ্জিনিয়ার জাহিদ বিন হোসেন ও লজিষ্টিক ম্যানেজার মোঃ হুমায়ুন কবীর সেলিমসহ রসিক সকল কাউন্সিলর, অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, রসিক নিজস্ব অর্থায়নে ডরিক ডেভেলপার্স লিমিটেড এর তত্ত্বাবধায়নে রংপুর সিটি কর্পোরেশনের প্রধান ফটকের দৃষ্টি নন্দন গেটটির কাজ সম্পন্ন করা হয়।##
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি