October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 6th, 2022, 7:25 pm

রহস্যের জট খুলবে ১৫ ডিসেম্বর

অনলাইন ডেস্ক :

গত আগস্টে ডেভিড চরিত্রের চঞ্চল চৌধুরী দর্শককে যে রহস্যময় বন্দি করেছেন, সেই রহস্যের জট খুলবে ১৫ ডিসেম্বর। সৈয়দ আহমেদ শাওকী পরিচলিত তুমুল আলোচিত ‘কারাগার’ ওয়েব সিরিজের দ্বিতীয় কিস্তি আসছে এই দিন। সেই ঘোষণা ওটিটি প্ল্যাটফর্ম হইচই দিয়েছে অমিতাভ রেজার ‘বোধ’ ওয়েব সিরিজে। এমনটার কারণ অবশ্য ‘বোধ’ দর্শক জেনে গেছেন। ‘কারাগার পার্ট ২’ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলছেন, বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শক কারাগারকে যে ভালবাসা দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত হয়েছি। এই কনটেন্ট এবং পরিচালক শাওকীর ওপর আমার পূর্ণ আস্থা ছিল, তবুও যে ভালোবাসা আমরা পেয়েছি তা ছিল আশাতীত। এখন কারাগার পার্ট ২ দর্শকের সামনে আসবে। রিলিজ ডেটও অ্যানাউন্স করা হয়েছে। আমি আশায় বুক বেঁধেছি, পার্ট ২-এর পর দর্শকদের আবেগ আর ভালোবাসা আমাদের আবারও আলোড়িত করবে। বাংলাদেশের পটভূমিতে নির্মিত এই ধারাবাহিকটিতে প্রধান চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, এ কে আজাদ সেতু। সিরিজের গল্পটা এমন, আকাশনগর কারাগার বাংলাদেশের একটি কারাগার। এই কারাগারের ১৪৫ নং কক্ষ ৫০ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। শিগগিরই জানা যায় ওই সেলের ভেতরে একজন বন্দি রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেলের পুরোনো তালা ভেঙে সেলে প্রবেশ করেন। এই সেলে তিনি কীভাবে এলেন জানতে চাইলে সেই বোবা বন্দি আকার-ইঙ্গিতে বোঝান যে তিনি ২৫০ বছর আগে মীর জাফরকে হত্যার দায়ে বন্দি ছিলেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন কারাগারে স্থানান্তরিত হয়েছেন।