October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 17th, 2022, 9:06 pm

রাঙামাটিতে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাঙামাটিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে জেলা সদর হাসপাতালের প্রবেশ মুখে এই ঘটনা ঘটে।

নিহত জয় ত্রিপুরা (২৫) শহরের দেবাশীষ নগরের বাসিন্দা খোকন মনি ত্রিপুরার ছেলে ও জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রাত আড়াইটার দিকে রাঙামাটি সদর হাসপাতালের প্রবেশ মুখে জয় ত্রিপুরা দাঁড়িয়ে ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্তরা হঠাৎ এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মাটিতে পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি জানান, কে বা কারা তাকে হত্যা করেছে এখনও জানা যায়নি। হত্যাকারীদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

—-ইউএনবি