October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 30th, 2021, 9:46 pm

রাঙ্গামাটিতে কলেজছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

জেলা প্রতিনিধি:

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পূর্ণিমা চাকমা (১৯) নামে এক কলেজছাত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। ওই কলেজছাত্রী জেলার জুরাছড়ি উপজেলার ৪ নম্বর দুমদুম্যা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বগাহালী এলাকার সাধন চাকমার মেয়ে বলে জানা গেছে। তিনি রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পূর্ণিমা চাকমা রাঙ্গামাটি শহরের রাজবাড়ী এলাকায় একটি বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার বিকেলে প্রতিবেশীরা তাকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত ঘোষণার পর হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা উধাও হন। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, কলেজছাত্রীর লাশ শনিবার (৩০ অক্টোবর) ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়। এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. কবির হোসেন বলেন, কলেজছাত্রীর মৃত্যুর বিষয়ে এখনো বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে আমরা ধারণা করছি, ব্যক্তিগত ঝামেলার কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করা যাবে। এদিকে, পূর্ণিমা চাকমার সহপাঠীরা জানিয়েছেন, জুরাছড়ির মেয়ে হলেও পড়াশোনার কারণে পূর্ণিমার জেলা শহরে থাকতেন। কিছুদিন ধরেই তিনি বাসা পরিবর্তনের কথা বলছিলেন। তবে ফাঁস নেওয়ার কারণ সম্পর্কে কেউ কিছু জানাতে পারেননি।