October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 15th, 2024, 7:57 pm

রাঙ্গামাটিতে সিএনজিতে লরির ধাক্কা, খাদে পড়ে নিহত ৩

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম প্রধান সড়কের শালবাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উভয় বাহন পাশের খাদে পড়ে যায়।

নিহতদের মধ্যে দুই জন হলেন – নবীর হোসেন ও মোঃ হাফিজ। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ২ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. মারুফ আহমেদ বলেন, রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া লরি চট্টগ্রাম-রাঙ্গামাটি প্রধান সড়কের শালবাগান এলাকায় পৌঁছালে রাঙ্গামাটি থেকে ছেড়ে যাওয়া সিএনজিকে লরি ধাক্কা দিলে উভয় বাহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একজনের লাশ উদ্ধার করে। পরে হাসপাতালে চিকিৎসা অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

—-ইউএনবি