October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 26th, 2021, 7:22 pm

রাজধানীতে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭

মিরপুরে সিলিন্ডার বিস্ফোরণ। ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটিতে স্বজনদের আহাজারি। ছবিটি বৃহস্পতিবার তোলা।

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি বাসায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ১টায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধরা হলেন- নওশীন (৫), শফিক (৩৫), সুমন (৪০), রওশন আরা (৭০), রিনা (৫০), নাজনীন (২৫) ও রেনু (৩৫)। এদের মধ্যে শিশুসহ চারজনের অবস্থা আশঙ্কাজনক। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব হোসেন জানান, প্রত্যেকের অবস্থায় আশঙ্কাজনক। তাদের প্রায় সবারই শ্বাসনালীতে ক্ষত রয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা কামরুল হাসান জানান, ফায়ার সার্ভিসের মিরপুর বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়। জানা যায়, মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের ছয়তলা বাড়িটির গ্যাস সংযোগ মেরামত করার সময় লাইন পরীক্ষা করতে নিচতলার চুলা জ¦ালালে বিস্ফোরণ ঘটে। এর পরই আগুন ধরে যায়।