রাজধানীর বাড্ডা এলাকার একটি ফ্ল্যাটে ‘গ্যাস লিকেজ’ থেকে আগুন লেগে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। বুধবার ভোরে বাড্ডার সাতারকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- আবু সাইদ (৩৮), তার স্ত্রী রেখা (২৯), তাদের মেয়ে সাফা (৯) ও ছেলে সাফিয়ান (৭)।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ভোর সাড়ে ৩টার দিকে সাতারকুল এলাকায় তাদের ফ্ল্যাটে গ্যাস সরবরাহ লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
—ইউএনবি
আরও পড়ুন
মোটরসাইকেল দুর্ঘটনায় দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে নিহত ও পঙ্গু হওয়া সংখ্যা
গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
সিরাজগঞ্জে তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার