October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 24th, 2022, 9:04 pm

রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত

ঢাকার ফুলবাড়িয়া এলাকায় একটি থানায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত পাঁচ পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন- বংশাল থানার উপপরিদর্শক (এসআই) রবি আহসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, সজীব এবং শফিকুল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বংশাল থানার উপপরিদর্শক মোশাররফ হুসাইন বলেন, বুধবার দিবাগত রাতে গুলিস্তান ফুলবাড়িয়া এলাকার নর্থ সাউথ রোডে দিন সুপার মার্কেটের সামনে থেকে ইমন (২২) ও জুয়েল (২৩) নামের দুই ছিনতাইকারীকে ধরে বংশাল থানায় নিয়ে আসে পুলিশ। এসময় থানার গেটে গাড়ি থেকে নামিয়ে তাদের শরীর তল্লাশি করার সময় ইমন নামের ছিনতাইকারী সুইচ গিয়ার বের করে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে আমাদের পুলিশ সদস্যরা আহত হয়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের পেটে ছুরিকাঘাতে গুরুতর অবস্থায় রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—ইউএনবি