নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর খিলগাঁও বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডে বাস ও সিএনজি সংঘর্ষে স্বপন (৩০) নামে সিএনজি চালক ও ফাতেমা আক্তার (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ফাতেমার দুই ছেলে শাকিবুল আলম রাব্বি (১৫) ও রাইসুল আলম শাকির (১২)। রোববার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিএনজি চালক স্বপনকে সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১টার দিকে মারা যায় ফাতেমা। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বনশ্রী স্টাফ কোয়ার্টার রোডে অসীম পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা নারীসহ তিন যাত্রী ও চালক গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানে চালককে মৃত ঘোষণা করা কয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যান যাত্রী ফাতেমা। বাকি দুই জনের অবস্থা গুরুতর। তারা হাসপাতালে ভর্তি রয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এদিকে নিহত স্বপনের বড় ভাই মনির হোসেন জানান, তাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামে। বাবার নাম মৃত শহীদ। এক ছেলে ও স্ত্রী সহ পরিবার নিয়ে কাফরুল ইব্রাহিমপুরে থাকত স্বপন। এদিকে আহত ফাতেমার বোন আমেনা বেগম জানান, ফাতেমা দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে থাকে। তার স্বামী শাহ আলম দুবাই প্রবাসী। ছেলেদের নিয়ে ২-৩ দিন আগে গ্রাম থেকে সানারপাড়ে খালা মাকসুদার বাসায় বেড়াতে আসেন। সেখান থেকে আজকে (গতকাল) সকালে সিএনজি যোগে দুই ছেলেকে নিয়ে দক্ষিণখানে আমেনার বাসায় বেড়াতে যাচ্ছিলাম। পথেই দুর্ঘটনার শিকার হয়। মৃত ফাতেমার দুই ছেলে কুমিল্লার একটি মাদ্রাসায় পড়াশুনা করে।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি