ভোর থেকে বৃষ্টির কারণে রাজধানীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম থাকায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। মালিবাগ, শান্তিনগর, মগবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় সড়কে পানি জমে পরিস্থিতি আরও জটিল করে তোলে।
এতে তীব্র যানজট তৈরি হয়ে সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে ছোটাছুটি করতে হয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকদের।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকাল ১০টায় সিলেট বিভাগ ছাড়া সারা দেশে বাংলা প্রথমপত্রের (আবশ্যিক) মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
মিলাদুন্নবী উপলক্ষে শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারীর ন্যায়ের আহ্বান
রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
১ জুলাই-১৫ আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দেওয়ার আহ্বান জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দলের