অনলাই্ন ডেস্ক :
রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকা থেকে বাবা-মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (১৯ জুন) দুপুরে কদমতলীর মুরাদপুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওয়ারী ডিভিশনের ডিসি শাহ ইফতেখার আহামেদ বলেন, নিহতরা হলেন, মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।
তিনি বলেন, কদমতলী মুরাদনগর এলাকায় একটি বাসায় মাসুদ রানা তার স্ত্রী, দুই মেয়ে ও এক মেয়ের জামাইকে নিয়ে বাস করতেন।
আরও পড়ুন
বাংলাদেশে স্বীকৃতি পাওয়া সবুজ কারখানার সংখ্যা এখন ২০৪টি
নির্বাচন নিরপেক্ষ করতে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ
জুলাই-অক্টোবরে রাজস্ব আদায় ১৪.৩৬% বাড়লেও লক্ষ্যমাত্রা পিছিয়ে: এনবিআর