October 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 1st, 2022, 8:55 pm

রাজধানীতে ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার

রাজধানীর টয়েনবি সার্কুরার রোড থেকে অভিযান চালিয়ে হাতকড়া ও ডিবির নকল জ্যাকেটসহ সন্দেহভাজন ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফরিদ উদ্দিন (৫০), পারভেজ (৩৫), সাইফুল ইসলাম ওরুফে নাদিম (৩০), সফিকুল ইসলাম ওরুফে বাবুল (৫০), জসিম (৩৪) ও মোহাম্মদ নাসির (৩৮)।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে রবিবার রাতে তাদের গ্রেপ্তার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, তিনটি নকল হাতকড়া, তিনটি খেলনা পিস্তল, একটি খেলনা ওয়াকি-টকি, পাঁচটি চেক বই ও পুলিশের একটি স্টিকার জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাতরা গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে গ্রাহকদের অনুসরণ করত।
মোটা অঙ্কের টাকা লেনদেন করে এমন নিরাপদ মানুষকে টার্গেট করত এবং লক্ষ্য করা ব্যক্তিদের সম্পর্কে তাদের সহযোগীদের অবহিত করত এবং তারা ডিবি পুলিশের ছদ্মবেশে একটি নির্দিষ্ট জায়গায় ওই ব্যক্তির জন্য অপেক্ষা করতেন।
এক পর্যায়ে তারা ওই ব্যক্তিকে তুলে নিয়ে টাকা ও অন্যান্য জিনিসপত্র লুট করার পর তাকে মাইক্রোবাস থেকে একটি পরিত্যক্ত স্থানে ফেলে দেয়া হতো।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মতিঝিল থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।

—-ইউএনবি