October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, April 15th, 2023, 12:08 pm

রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপ-সহকারী পরিচালক শাহজাহান সিকদার। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করে এবং নিয়ন্ত্রণে আসে সকাল ৯টা ১০ মিনিটের দিকে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা, আশপাশের এলাকার পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি-নির্বাপনী সাহায্যকারী দল। এদিকে বিমান বাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রাখা হয়।

আগুনের ধোঁয়াসহ নানাভাবে আহত ও অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের ৯ সদস্যসহ ১৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

—-ইউএনবি