October 14, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 14th, 2023, 8:06 pm

রাজধানীর বাড্ডায় মা-মেয়ের লাশ উদ্ধার, স্বামী আটক

রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায় বুধবার নিজ বাসা থেকে ৩৩ বছর বয়সী এক নারী ও তার ১০ বছর বয়সী মেয়েকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

নিহতরা হলেন- এসএম সেলিমের স্ত্রী বৃষ্টি আক্তার ও স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী সানজা মারওয়া।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে বৃষ্টি ও সানজার লাশ উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, দুজনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সেলিমকেও আটকও করা হয়েছে।

বৃষ্টির মামা সোহেল শিকদার জানান, সেলিমের দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

তিনি আরও বলেন, সেলিম ও বৃষ্টি প্রায়ই বিষয়টি নিয়ে ঝগড়া করত।

এই দম্পতির আট মাস বয়সী আরও একটি মেয়ে রয়েছে।

—-ইউএনবি