September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 19th, 2024, 8:22 pm

রাজধানীর বারিধারা ডিওএইচএস থেকে দীপু মনি গ্রেফতার

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সোমবার সন্ধ্যায় দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৫ আগস্ট চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় হামলার অভিযোগে সাবেক এই মন্ত্রী ও তার ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এছাড়া মামলায় ৫১০ জন পরিচয়সহ অজ্ঞাতনামা ১ হাজার থেকে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।