December 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 18th, 2023, 7:27 pm

রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ফাইল ছবি

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য রেললাইনের উত্তর পাশে মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট, নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পায়রাবাগ, মধুবাগ, মগবাজার টিঅ্যান্ডটি কলোনি, জাহবক্স লেন ও মীরবাগ পর্যন্ত সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস গ্যাস জানায়, আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে নিম্নচাপ দেখা দিতে পারে।

—-ইউএনবি