October 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 5th, 2021, 1:21 pm

রাজধানীর রায়েরবাগে কয়েল কারখানায় আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর রায়েরবাগ কদমতলী এলাকার পুনম সিনেমা হলের পাশের একটি কয়েলের কারখানায় আগুন লেগেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার লিমা খানম এসব তথ্য নিশ্চিত করেছেন।

—ইউএনবি