October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, May 31st, 2022, 8:09 pm

রাজনৈতিক চাপে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভেন্যু পরিবর্তন

অনলাইন ডেস্ক :

রাজনৈতিক চাপে বদলে গেল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাওয়ালপিন্ডি থেকে সরিয়ে মুলতানে নেয়া হয়েছে আসন্ন ওয়ানডে সিরিজের ভেন্যু। তবে সিরিজের সূচিতে কোন পরিবর্তন হয়নি। মুলতানে সিরিজের তিনটি ওয়ানডে যথাক্রমে- ৮, ১০ ও ১২। সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। মুলতানের তাপমাত্রাও নিয়ে চিন্তা আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। প্রায়ই ৪০ ডিগ্রির উপরে থাকছে তাপমাত্রা। তাই গরমের বিষয়টি মাথায় থাকায় ম্যাচগুলো হবে দিবারাত্রির। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে খেলা। এই ওয়ানডে সিরিজটি গত ডিসেম্বরে হবার কথা ছিলো। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ দলে করোনার থাবা পড়লে, সফরে ওয়ানডে সিরিজ স্থগিত করা হয়। ঐ বাতিল সিরিজটিই এবার অনুষ্ঠিত হবে। ঐ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিলো পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে পহেলা জুন থেকে লাহোরে অনুশীলন ক্যাম্প করবে পাকিস্তান। আর সিরিজ খেলতে ৫ জুন মুলতানে যাবে দল। কাউন্টি ক্রিকেটে খেলছেন হারিস রউফ এবং শাদাব খান। আশা করা হচ্ছে, সিরিজের জন্য সময়মতো দলে যোগ দিবেন তারা। চার্টার ফ্লাইটে মুলতানে যাবার আগে ৬ জুন ইসলামাবাদে পৌঁছাবে ওয়েস্ট ইন্ডিজ দল।